Wellcome to National Portal

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এর তথ্য বাতায়নে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল কল্যাণ বিভাগের নিয়ন্ত্রণাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপজেলা পর্যায়ের প্রধান অফিস। এই অফিসের অফিস প্রধানের পদবী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এই অফিসের সরাসরি নিয়ন্ত্রনে প্রতিটি ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক(FPI) গণ এর তত্বাবধানে পরিবার কল্যাণ সহকারী(FWA) গণ বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে, SACMO এবং FWV গণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র , স্যাটেলাইট ক্লিনিক,উপজেলা সদর ক্লিনিক,মা ও শিশু স্বাস্থ্য ইউনিট হতে এবং মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) গণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পরিবার পরিকল্পনার বিভিন্ন আধুনিক পদ্ধতি সেবা,মা-শিশু স্বাস্থ্য সেবা,প্রজনন স্বাস্থ্য সেবা,স্বাভাবিক প্রসব সেবা,কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা ও ছোট পরিবার গঠনের লক্ষ্যে জন সচেতনতা মূলক সেবা প্রদান করা হয়ে থাকে।

 

ক্রমিক নং বিবরণ সংখ্যা / পরিমান

১ উপজেলার মোট আয়তন ৪৬০.৪২ বর্গ কিলোমিটার

২ উপজেলার মোট জনসংখ্যা ৪,৬১,৪২৮ জন (২০০১ সালের জনশুমারি অনুযায়ী)

৩ পুরুষ ২,৩৫,৬২২ জন (")

৪ মহিলা ২,২৫,৮০৬ জন(")

৫ ইউনিয়নের সংখ্যা ১৭ টি

৬ পৌরসভা ০১ টি

৭ গ্রামের সংখ্যা ৩৭৫ টি

৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০১ টি

৯ ওয়ার্ডের সংখ্যা ১৫৩ টি

১০ ইউনিটের সংখ্যা ১০০ টি

১১ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১৪ টি

১২ পরিবার পরিকল্পনা সদর ক্লিনিক ০১ টি

১৩ ১০ শর্য্যা বিশিষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র ০১ টি(নির্মাণাধীন)

১৪ এমসিএইচ ইউনিট ০১ টি

১৫ TFR 2.০০%

১৬ আবাসন প্রকল্প ০৫ টি

১৭ পরিবার পরিকল্পনা কাজে নিয়োজিত বেসরকারী সংস্থা ০২ টি

১৮ পরিবার পরিকল্পনা কার্যক্রম চলমান কমিউনিটি ক্লিনিক এর সংখ্যা ৬৮ টি

১৯ উপজেলার মোট মানউন্নীত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ০৪ টি

২০ উপজেলার মোট স্যাটেলাইট ক্লিনিকের সংখ্যা ১১২ টি

২১ ২৪ ঘন্টা স্বাভাবিক ডেলিভারী সেবা প্রদান কারী UH&FWC এর সংখ্যা ০০ টি

২২ এসবিএ প্রশিক্ষণ প্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী সংখ্যা ০৫ জন